আপনজন ডেস্ক: সম্প্রতি বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গেছে বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল অন্যান্য দলের থেকে এগিয়ে। এমনকী তাদের একক ভাবে সরকার গড়ার সম্ভাবনাও থাকতে পারে। সমীক্ষায় কেবল আভাস মিললেও প্রকৃত ফলের সঙ্গে নাও মিলতে পারে। শুক্রবার আরও একটা সমীক্ষা প্রকাশ করেছে টিভি৯ ও পোলস্ট্রেট। তাতে দেখা যাচ্ছে রাজ্যের বেশিরভাগ মানুষই বলছেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই তাদের পছন্দের। অর্থাৎ তৃণমূলের ‘বাংলার নিজের মেয়েকেই চায়’ স্লোগানের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ কে? এই প্রশ্নে টিভি৯ ও পোলস্ট্রেট-এর সমীক্ষায় উঠে এসেছে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। এমনটা মনে করছেন ৫১.৮ শতাংশ মানুষ। মুখ্যমন্ত্রী হিসাবে দিলীপ ঘোষের পক্ষে রায় দিয়েছেন ২৪.১ শতাংশ, শুভেন্দু অধিকারীকে ৫.২ শতাংশ, মিঠুনকে ৪.৬ শতাংশ, অধীর চৌধুরীকে ৪.১ শতাংশ, সৌরভ গাঙ্গুলিকে ৭.৯ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct