আপনজন ডেস্ক: অবশেষে প্রয়াগরাজ তথা এলাহাবাদে শুক্রবার থেকে মসজিদ বা ধর্মস্থানে মাইক ব্যবহার নিষিদ্ধ করা হল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। আযান ঘুমের ব্যাঘাত ঘটায় রোজ, এই অভিযোগ তুলে জেলাশাসকের কাছে চিঠি লিখেছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব। তারই পরিপ্রেক্ষিতে যোগী রাজ্যের পুলিশের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এলাহাবাদ শহরে অবস্থিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তবের অভিযোগ ছিল, আযান শুধু তার ঘুম নষ্ট করে দেয় না, তার মাথা ধরিয়ে দেয় সারা দিন ধরে। এর জন্য তার কাজের ক্ষতি হচ্ছে।
গত ৩ মার্চ এলাহাবাদ জেলাশাসকের কাছে লেখা চিঠির ভিত্তিতে প্রয়াগরাজ পুলিশের আইজি কবিন্দ্র প্রতাপ সিং জেলাশাসক ভানু চন্দ্র গোস্বামীকে নির্দেশ দিয়ে বলেছেন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত যেন মাইক বন্ধ থাকে। তবে এই নিষেধাজ্ঞা শুধু ধর্মস্থানগুলিতে নয়, সমস্থ স্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রয়াগরাজ রেঞ্জের আওতাধীন চারটি জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সুপারিনটেন্ডেন্টদের চিঠিতে আইজি কেপি সিং বলেন, কর্মকর্তাদের অবশ্যই সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের আদেশ কার্যকর করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিলেন যে কোনও ধর্মাচরণের জন্য লাউডস্পিকার ব্যবহারের পক্ষে সওয়াল করে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct