সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: আমি রাজনীতির লোক নই, মানুষকে বাঁচাতে রাজনীতিতে এসেছি। মানবতার জন্য এসেছি। বাঁকুড়ার সারেঙ্গায় শুক্রবার আইএসএফ প্রার্থী মিলন মাণ্ডির সমর্থনে এসে সারেঙ্গা মিশন মাঠে জনসভায় একথা বললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি প্রতিশ্রুতি দেন, সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে বিএ এমএ পাশ করে যারা বেকার হয়ে বসে আছেন তাদের চাকরি তেবে। জনগণের প্রতি সতর্ক করে দিয়ে আব্বাস বলেন, খারাপ ভাবে নেবেন না। ভোটের যদি পাঁচশো টাকা, দু কেজি চাল দেয় নিয়ে নেবেন পেটের দায়ে। কিন্তু মনে রাখা দরকার যে পাঁচশো টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে তাকে পরে তাকে পাঁচ হাজার টাকায় বিক্রি করবে। তবে, যে যা দেবে সব নিয়ে নেবেন কিন্তু ভোটটা দিয়ে দেবেন সংযুক্ত মোর্চাকে। উন্নয়ন নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, ‘পাঁচ টাকার ডিমভাত’ খাওয়ানোকে উন্নয়ন বলে না। যখন এলাকায় শিক্ষার উন্নয়ন ও শিক্ষিতরা চাকুরি পাবেন তখনই আসল উন্নয়ন। একদিকে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার বার্তা অন্যদিকে সরকারে এলে বছরে ৫০ থেকে ৬০ দিন ছুটির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন। একই সাথে স্মরণ করালেন মধ্যমগ্রামে অমিতাভ মালিকের নির্মম স্মৃতি। শাসকদলের ভোটের আগে ট্যাব দেওয়াকে সস্তার রাজনীতি বলে কটাক্ষ করলেন। তিনি বলেন, শাসক দলের অবস্থা এমন সাড়ে চার বছর ধরে লুটব আর ভোটের ২ মাস আগে একটা খেলনা ধরিয়ে দেব, ওই খেলনাতেই বলছে নিয়ে নেব। অন্যদিকে খেলা হবে প্রসঙ্গে তিনি বলেন, ‘বলছে খেলা হবে, আর দিদি বলছেন গোল রক্ষক হব, পায়ে চোট খেয়ে হুইল চেয়ারে বসে আছেন, এমনিতেই ফটাফট গোল খাবেন। অন্যদিকে এনআরসি ইস্যুতেও বিজেপির সাম্প্রদায়িক মনোভাবের তীব্র সমালোচনা করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct