এহসানুল হক, বসিরহাট: বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম দিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের। সেই কেন্দ্র থেকে এদিন তিনি প্রচারে নামলেন। প্রথমে এগারোটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তেহার প্রকাশ করেছেন। সেই ইস্তেহারে এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম প্রকাশ করলেন। তারপর দোকানে দোকানে গিয়ে মানুষের কাছে ভোট চাইলেন। রাস্তায় মিছিল করলেন এদিন। এদিন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রাজ্য প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। তাই এবারের নির্বাচনটা বাদুড়িয়ার বিধায়ক এর জন্য সত্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিন কাজী আবদুর রহিম দিলু। সাংবাদিকদের বলেন, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি এই বাদুড়িয়ার ছেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে পাথেও করে আমি তৃণমূল কংগ্রেসের অংশ নিয়েছিলাম। আমি চাই বিপুল ভোটে জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিটটি উপহার দিতে পারি। বাদুড়িয়ার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। বিভিন্ন জায়গায় আমি সভা-সমিতি করছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমাকে ব্যাপক ভাবে সাহায্য সহযোগিতা করছে। তিনি এও বলেন বাদুড়িয়ার বুকে হার্মাদ বাহিনী কোনদিন সফলতা পাবে না তারা উন্নয়নের পাশে রয়েছে।
উল্লেখ্য, বাদুড়িয়ার ৮ বারের বিধায়ক কাজী আব্দুল গফ্ফরের ছেলে কাজী আব্দুর রহমান ওরফে দিলু ২০১৬-তে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে নির্বাচিত হন। মাসখানেক আগে পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে ঘাসফুলের পতাকা গ্রহণ করেছিলেন। দিলু বলেন, ‘বাংলাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও বিকল্প নেই। আমার বাবা দীর্ঘদিন বিধায়ক ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বাংলাকে বাঁচাতে সব কিছু ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেই হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct