আপনজন ডেস্ক: বিশ্ব মুসলিমের কাছে কাবা শরীফের পরেই পবিত্র ধর্মস্থান মদিনার মসজিদে নববী। প্রতি বছর রমযানে উমরাহ করতে যাওয়া যাত্রীরা সফরের অঙ্গ হিসেবে এই মসজিদে নববীতে অবস্থান করে থাকেন। সামনে রমযান মাস। করোনা বিধি শিথিল হওয়ার পর সৌদি াারবে আবার বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসরিমরা উমরাহতে ভিড় করবেন। রমযান মাসে এই ভিড়ের কথা মনে রেখে সৌদি আরবর সরকার রমযান উপলক্ষে রমযানের শেষ দশদিন মসজিদে নববী ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে ধর্মপ্রাণ মুসলিমরা ২৪ ঘণ্টা ইবাদত করার সুযোগ পান।
রমযানের শেষ দশদিন ২৪ ঘণ্টা মসজিদে নববী খেলা রাখার পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের বিশেষ পরিচালনা কমিটি। এতে বলা হয়, তারাবির নামাজির আধ ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ দশ দিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। রিয়াজুল জান্নাহ, ইমাম, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে।
মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামাজ আদায় করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন হারামাইন শরিফাইনের প্রধান ও ইমাম আব্দুর রহমান আস সুদাইসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct