আপনজন ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হলেন একজন মহিলা। তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন সামিয়া সুলুহু হাসান। তানজানিয়ার সংবিধান অনুসারে আগামী পাঁচ ব্ছর তিনি তানজানিয়ার প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে যাবেন। নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান হয় রাজধানী দারুস সালামে। শুক্রবার এই শপথগ্রহণ অনুষ্ঠানে সামিয়া বলেন, আমি সামিয়া সুলুহু হাসান সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান রক্ষা ও মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করছি। ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এই নারীকে মানুষ ভালোবেসে মামা সামিয়া নামে ডাকেন।
২০০০ সালে তিনি প্রথম সে দেশের সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস-চেয়ারপার্সন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া। দেশটির মাকামবা নামের এক এমপি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে সামিয়া দেশ পরিচালনায় যোগ্য। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন এবং শান্ত মেজাজের। ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা-স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct