জুলফিকার মোল্যা, হিঙ্গলগঞ্জ: ভোটের দামামা বাজতেই লড়াইয়ের ময়দানে ডান বাম সবই। ইতিমধ্যে তৃণমূল বাম সহ সংযুক্ত মোর্চা জোর কদমে প্রাচারাভিযান প্রচার শুরু করলেও তেমন কোন প্রচারাভিযান দেখা যাচ্ছেনা বিজেপি নেতাদের।
উত্তর ২৪ পরগণা জেলায় সর্বত্রই মজবুত তৃণমূলের সংগঠন। প্রার্থী ঘোষণা শুরুতেই দু’এক জায়গায় ক্ষোভ-বিক্ষোভ দেখা গেলেও তা ক্রমশ কমে গিয়ে সুসম্পর্ক সর্বজনবিদিত। তাই ঐক্যবদ্ধ সংগঠনই বসিরহাট মহকুমার মিনাখাঁ, বসিরহাট, হিঙ্গলগঞ্জের মতো কেন্দ্রগুলিতে বাড়তি অক্সিজেন দিচ্ছে তৃণমূলকে।
রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই তৃণমূল প্রার্থীরা নির্বাচনী প্রচারে প্রধান অস্ত্র হিসাবে বেছে নিয়েছেন। কিন্তু অপরপক্ষে প্রার্থী ঘোষণা না হওয়ায় এখনও প্রচারের ময়দানেই নেই গেরুয়া শিবির। ইতিমধ্যে জেলার কয়েকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরেই আদি নব্য বিজেপি দ্বন্দ্বে প্রকট হয়েছে। সেজন্যই বসিরহাট মহাকুমার কয়েকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিলম্বিত বলে মনে করছেন অনেকেই। তবে প্রার্থী ঘোষণা হমতেই ডবল ইঞ্জিনের তত্ত্বকে সামনে রেখে তারা প্রচারে নামবে বলে বিজেপির দাবি। যদিও এবার হারানো ভোট পুনরুদ্ধারে মরিয়া বাম শিবিরও। শিল্প ও কর্মসংস্থানকে ইস্যু করে প্রচারে নেমেছে তারা। একুশের নির্বাচনে কয়েকটি বিধানসভায় এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। গত লোকসভা নির্বাচনে বামেদের ভোটে রামে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের দাবি। ২ মে বোধা যাবে তার ইঙ্গিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct