আপনজন ডেস্ক: মারা গেলেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি। এ ব্যাপারে তানজানিয়ার ভাইস প্রেসিডেন্ট মিসেস সামিয়া সালুহু হাসান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় একটি হাসপাতালে হৃদযন্ত্রের জটিলতায় বুধবার মারা গেছেন প্রেসিডেন্ট। কমপক্ষে দু’সপ্তাহের বেশি সময় প্রেসিডেন্ট মাগুফুলিকে প্রকাশ্যে দেখা যায়নি। এ সময় তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনীতিকরা গত সপ্তাহে অভিযোগ করেন প্রেসিডেন্ট মাগুফুলি করোনায় আক্রান্ত। তবে তাদের এ দাবি নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করেন আফ্রিকায় যারা, তার মধ্যে খুব বেশি পরিচিত প্রেসিডেন্ট মাগুফুলি।
তিনি এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা এবং ভেষজ বাষ্পীয় থেরাপি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার গুজবের মধ্যেই তিনি মারা গেলেন।
ভাইস প্রেসিডেন্ট হাসান এক ঘোষণায় বলেন, আমি আপনাদেরকে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি আমাদের সাহসী নেতা, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জন পোম্বে মাগুফুলিকে হারিয়েছি। তার মৃত্যুতে সারাদেশে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct