আপনজন ডেস্ক: দীর্ঘ কয়েক বছর সাফল্যের সঙ্গে পরিচালনার পর বুধবার হাওড়ার ডোমজুড়ের কলোড়া গ্রামে শুভ সূচনা হল সাফা ইন্টারন্যাশনাল স্কুলের নতুন শাখার। ইসলামি মূল্যবোধ সম্পন্ন ইংলিশ মিডিয়াম স্কুলটির উদ্বোধনে এলাকায় খুশির হাওয়া।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড. আমজাদ হোসেন, সেন্ট অগাস্টিন ডে স্কুল, কলকাতা কেমব্রিজ বোর্ডের অ্যাকাডেমিক হেড ড. মধুমিতা সামন্ত এবং আল আমীন স্টাডি সার্কলের ডিরেক্টর দিলদার হোসেন।
নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘সন্তান পিতামাতার নিকট আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। এই উপহারকে ঠিকঠাক মতো পরিচর্যা করলে সুফল আসবে। উপযুক্ত সন্তান মা-বাবার দুঃখ ঘোচাতে সক্ষম হবে।’ ইসলামি মূল্যবোধ সম্পন্ন স্কুলটি যে প্রকৃত শিক্ষাদান করবে এই বিশ্বাস রেখে বক্তব্য শেষ করেন ড. মধুমিতা সামন্ত। বাংলা ভাষার উৎকর্ষতার বর্ণনা দিয়ে বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরেন ড. আমজাদ হোেসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য এবং কলোড়া ২ নং পঞ্চায়েত প্রধান নিসারউদ্দিন লস্কর জরুরি দাফতরিক কাজের জন্য অনুষ্ঠান শুরুর আগে এসে স্কুলের প্রতিষ্ঠাতা সাকিরুল ইসলামকে শুভেচ্ছা জানান এবং শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটির শুভারম্ভ হয় এই স্কুলের কলকাতা শাখার শিক্ষিকা মুসাম্মাৎ শাবানার কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন কলকাতা শাখার প্রিন্সিপাল মুসাম্মাৎ রুমা। এই স্কুলটি এখন এলাকার শিক্ষাপ্রেমী মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct