জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পুরুলিয়ার ভাঙড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করেন তিনি। এদিন চপারে ভাঙড়ার কিছুটা দূরের একটি মাঠে নামেন তিনি, তারপর কনভয় করে সভাস্থলে পৌঁছান। মোদীকে দেখতে রাস্তার দুপাশে বিজেপি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
নরেন্দ্র মোদীকে মঞ্চে স্বাগত জানান পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতো, জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। মঞ্চে উঠে মোদী প্রথমেই পুরুলিয়ায় বিজেপির শহিদ পরিবারদের সন্মান জানান। এরপর মোদী তার ভাষণের শুরুতেই বলেন, জঙ্গলমহলের পবিত্র ভূমিতে আসার সৌভাগ্য হয়েছে আসার। তিনি বলেন, আমি রাঙা মাটির দেশে পা রেখে নিজেকে ভাগ্যবান মনে করছি। এরপর একে একে তিনি তৃণমূল সরকারকে তোপ দাগেন। তিনি বলেন,
পুরুলিয়া এখন দেশের পিছিয়ে পড়া অংশ, তৃনমুলের আমলে ক্রমশঃ পিছিয়ে পড়ছে পুরুলিয়া পুরুলিয়ার জন্য কি করেছে তৃণমূল, দিদির কাছে জবাব চাইছে জনতা।
তিনি পুরুলিয়ার জল কষ্ট প্রসঙ্গ তুলে বলেন, এখনো পুরুলিয়ার গ্রামের মানুষকে অনেক দূর থেকে জল সংগ্রহ করে আনতে হয়। তিনি জানান পুরুলিয়ায় জল সংকট দূর করবে বিজেপি। ফ্রেট করিডরে জুড়বে পুরুলিয়া বলেও নরেন্দ্র মোদী জানান।
তিনি আরো বলেন, হস্ত শিল্পের বিরাট সম্ভবনা রয়েছে পুরুলিয়ায়, কিন্তু বামপন্থী, তৃণমূল এই সব কিছুই করেনি। বাংলায় কৃষিভিত্তিক শিল্পে জোর দেওয়া হবে। আদিবাসী দলিত দের কর্মসংস্থান হবে। বাংলার সমস্ত পথকে রেলপথে জুড়ব বলেও জানান।
তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে এদিন নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেন, দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, দিদি বলেন খেলা হবে বিজেপি বলে মহিলাদের বিকাশ হবে, তিনি আরো বলেন, দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে, স্কুল হবে, যুবশক্তির বিকাশ হবে। তিনি বলেন ১০ বছর ধরে অনেক খেলেছে তৃণমূল, ১০ বছর ধরে অনেক দুর্নীতি হয়েছে, ১০ বছর তোষণের রাজনীতি হয়েছে, এবার মানুষ সাজা দেবে। খেলা শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। নরেন্দ্র মোদী সকলকে কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারের ডবল সরকার ডবল ইঞ্জিন গড়ার জন্য আহ্বান জানান।তিনি বলেন ডবল ইঞ্জিন তৈরি হলে উন্নয়ন আরো বেশি হবে। এদিন মঞ্চে উপস্তিত ছিলেন, কৈলাস বিজয় বর্গীয়, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, বিজেপির সমর্থিত আজসু পার্টির সুদেশ মাহাতো, পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতো, জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct