আপনজন ডেস্ক: বিশ্বের কোনও কোনও দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ ভাল রকম ছোবল মেরেছে। তাই নতুন করে করোনা সংক্রমণের অসংখ্যা জেগে উঠছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ জানিয়ে দিল, যারা বাবছেন করোনা বিদায় নিচ্ছে, তা ভুল। মরশুমের মতো প্রতি বছর করোনা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণে আবহাওয়া ও বায়ুমানের প্রভাব নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ-দলের গবেষণার প্রথম রিপোর্টে এ কথা উঠে এসেছে।
রাষ্ট্রসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্যের একটি দল পরিচালিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, শ্বাস যন্ত্রের ভাইরাল সংক্রমণ সাধারণত মরশুমি হয়ে থাকে। ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে ভাইরাসটি ঠাণ্ডা, শুকনো এবং যেখানে আলট্রা-ভায়োলেট রেডিশেয়ন নিম্ন পর্যায়ে সেখানে বেশি সময় টিকে থাকতে পারে। তবে আবহাওয়া করোনার সংক্রমণকে কতোটুকু প্রভাবিত করে তা এখনও স্পষ্ট নয়।
এক বিবৃতিতে তারা আরও বলছেন, করোনা যদি বহু বছর ধরে থাকে তবে এটি মৌসুমি রোগে পরিণত হবে। করোনা সংক্রমণ রোধে এ দলটি আবহাওয়ার পরিবর্তে মাস্ক পরা কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।
তারা বলেছেন, তাই আবহাওয়া কিংবা পরিবেশগত পরিস্থিতি এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে নিয়ামক হয়ে উঠতে পারে না। মহামারির প্রথম বছর অনেক দেশে গরম আবহাওয়াতেও এটির সংক্রমণ ঘটেছে। আগামী বছরগুলোতেও যে এমনটি ঘটবে না তার কোন প্রমাণ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct