রাকিবুল ইসলাম, বহরমপুর: দীর্ঘ ১২ বছর আগে মাওবাদী সন্দেহে পুলিশ গ্রেফতার করে মুর্শিদাবাদের নওদার বাসিন্দা তৌহিদ মোল্লাকে। বিনা বিচারে ১২ বছর ধরে জেলবন্দি তৌহিদ মােল্লা। অভিযোগ, পুলিশ সাক্ষ্য শেষ করতে না পারায় থমকে ছিল বিচার পক্রিয়া। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও মানবাধিকার সংগঠন তার মুক্তির দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু বার বার খারিজ হয়ে গিয়েছে জামিন পক্রিয়া।
বুধবার তেহট্ট আদালত থেকে জামিন দেওয়া হয় তৌহিদ মোল্লাকে। বহরমপুর সংশােধনাগার থেকে তৌহিদ মোল্লা বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে তার পরিবার পরিজন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এরপর দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে নিরপরাধ তৌহিদ মোল্লাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সদস্য জয়শ্রী সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct