আপনজন ডেস্ক: রাজ্যে বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল কংগ্রেসের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন। মূলত ১০টি অঙ্গীকারের উপর নির্ভর করে এবারের নির্বাচনী ইস্তেহার করেছে তৃণমূল। সেগুলি হল, ‘অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা’, ‘বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান’, ‘ বেকারত্বের হার অর্ধেক’, ‘আর্থিক সুযোগ, সবল যুব’, ‘বাংলার সবার নিশ্চিত আহার’, ‘বর্ধিত উৎপাদন সুখী কৃষক’, ‘শিল্পোন্নত বাংলা’, ‘উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংল’, ‘এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা’, ‘সবাই পায় মাথা গোঁজার ঠাঁই’।
ইস্তাহারে মমতা বলেছেন, ২০১১ সালে যেদিন থেকে আমরা ক্ষমতায় এসেছি, আমাদের একমাত্র লক্ষ্য থেকেছে বাংলাকে উন্নয়ন, প্রগতি ও সমৃদ্ধির শীর্ষে নিয়ে যাওয়া এবং আমরা সেই লক্ষ্যের পরিপূর্ণ রূপায়নের লক্ষ্যে অবিচল। উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর আমরা ১০ বছরে স্থাপন করেছি, তা বাংলার মুকুটে যুক্ত করেছে দেশ ও বিদেশের বহু সম্মান। আমি কথা দিচ্ছি, বিগত ১০ বছরের উন্নয়নের ধারা বজায় থাকবে, শুধু তাই না বরং তা আরও দ্রুতগামী হবে। সময় এসে গেছে আমাদের বিগত ১০ বছরের কাজের পর্যালোচনা করার। এই সকল বাধা, বিপত্তির মাঝেই অর্থনীতিতে বাংলাকে দেশের অন্যতম শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিগত ১০ বছরে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি তার ফলে বিভিন্ন ক্ষেত্রে বাংলা আজ দেশের মধ্যে শীর্ষে। বাংলার মানুষের মাথাপিছু গড় আয় দ্বিপ্তণেরও বেশি বেড়েছে, বাজেট বেড়েছে তিনগুণ। শিক্ষার আলো দেখিয়ে লক্ষ লক্ষ পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পকে করা হয়েছে সর্বজনীন। খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে সক্ষম হয়েছি। গ্রামীণ পরিবারগুলির জন্যও আমরা বাংলা আবাস যোজনায় প্রচুর পাকা বাড়ি তৈরি করেছি। বাংলায় আজ প্রতি ঘরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়েছে, লক্ষাধিক কিলোমিটার নতুন ও উন্নততর সড়ক তৈরি হয়েছে। কৃষকেরা আমাদের সমাজের মেরুদণ্ড এবং তাদের পাশে থাকার জন্য আমরা বাংলার বাজেট ৫ গুণ বৃদ্ধি করেছি। পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ বাড়ানো হয়েছে। আমার তফসিলি ভাই, বোনেদের জন্য যে সকল কল্যাণমূলক প্রকল্পগুলি আছে, তার বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছি। বাংলা আজ ১০০ দিনের কাজে প্রথম। অর্থনীতি, শিল্প, নারী ক্ষমতায়ন, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণি, তফসিলি এবং বাংলার প্রতিটি সাধারণ মানুষের উন্নতি, কর্মসংস্থান - প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলা, এই আমার প্রতিজ্ঞ।
যাতে বাংলার উন্নয়ন থেমে না থাকে, তাই তৃতীয়বার বাংলার মানুষের সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্যে ১০টি ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে তৃণমূল। তাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি গড়ব আমরা এবং ৩৫ লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে উদ্ধার করা হবে। বেকারত্বের হার অর্ধেক করতে বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে। প্রথমবার বাংলার প্রত্যেক পরিবারের ন্যুনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প শুরু করা হবে যেখানে ১.৬ কোটি যোগ্য জেনারেল ক্যাটেগরির পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে ১,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। তবে, ওবিসি বা সংখ্যালঘুদের কথা অবশ্য উল্লেখ করা হয়নি। যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনার কথা বলা হয়। সেখানে ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট থাকবে। খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থায় এখন আর রেশন দোকানে যাওয়ার প্রয়োজন থাকবে না। ১.৫ কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন প্রকল্পের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়িয়ে বার্ষিক ১০,০০০ টাকা একর পিছু সহায়তা করা হবে প্রান্তিক কৃষকদের।এছাড়া, ২৫ লক্ষ অতিরিক্ত স্বল্পমূল্যের আবাসন নির্মাণ এবং সকলকে নলযুক্ত পানীয় জল ও উন্নত নিকাশি ব্যবস্থা প্রদানের মধ্য দিয়ে মানুষকে দেব নিরাপত্তার আশ্রয়।
শান্তিপূর্ণ সম্প্রীতির জীবনকে বিপর্যস্ত করতে চাওয়া বহিরাগত শক্তিকে প্রতিহত করতে ও উন্নয়নের পথে এগিয়ে গিয়ে বাংলাকে উন্নততর উচ্চতায় নিয়ে যেতে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারকে বাংলার মসনদে বসানোর আহ্বান জানান মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct