আপনজন ডেস্ক: আযান ঘুমের ব্যাঘাত ঘটায় রোজ, এই অভিযোগে সরব হলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব। উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে অবস্থিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব মসজিদের আযান যে তার ঘূমের ব্যাঘাত ঘটায় তা নিয়ে প্রশ্ন তুলে গত ৩ মার্চ উত্তরপ্রদেশের শীর্ষ সরকারি আরিকারিককে চিঠি লিখেছেন। তিনি জেলাশাসকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন, তিনি যে এলাকায় থাকেন সেখানকার একটি মসজিদের ‘আযান’ তাকে বিরক্ত করে তুলছে। তিনি বলেছেন, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় মসজিদে প্রার্থনার জন্য আযানে যে মাইক ব্যবহার করা হয় তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটে। এরপর তিনি আর ঘুমোতে পারেন না।
চিঠিতে শ্রীবাস্তব আরও লেখেন, আযান শুধু তার ঘুম নষ্ট করে দেয় না, তার মাথা ধরিয়ে দেয সারা দিন ধরে। এর জন্র তার কাজের ক্ষতি হচ্ছে।
যদিও তিনি এটাও লেখেন, তিনি যে কোনও ধর্মের স্বাধীনতার বিরুদ্ধে নন। তার দাবি আযান হোক মাইক ছাড়াই, যাতে তার ঘুমের ব্যাঘাত না ঘটে। এমনকী ঈদের আগে ভোর চারটেয় মাইকে সেহরির ঘোষণা দেওয়া হয়। তা শুধু তার নয় বহু লোকের ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে এলাহাবাদে পুলিশের ডিআইজি কবিন্দ্র প্রতাপ সিং বলেন, উপাচার্য যে চিঠি লিখেছেন জেলাশাসককে তাতে আযানের শব্দ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মাইক ব্যবহার নিয়ে আদালতের রায় খতিয়ে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি সামেন আসা লখনউয়ের বিশিষ্ট আলেম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি উপাচার্যের অভিযোগের নিন্দা করে বলেন, আমাদের দেশে গঙ্গা যুমনার সংস্কৃতিতে চলে। সব ধর্মকে সম্মান করে চলে। তাই মসজিদের আযান কিংবা মন্দিরে ভজন কাউকে ব্যাঘাত ঘটায় না ঘুমের। মসজিদগুলো হাইকোর্টের রায় মেনেই চরছে। তাই তিনি সবা্র কাছে আবেদন জানান, সব ধর্মের অনুভূতিকে যেন সম্মান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct