সেখ আব্দুল আজিম, হুগলি: মঙ্গলবার দক্ষিণ ২৪পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে২০০৯ সালের শিক্ষক পদে উত্তীর্ণগণ নিয়োগের দাবিতে দরবার করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর দরবারে। ৩০ সদস্যের প্রতিনিধিগণ এ বিষয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য, শিক্ষক পদে নিয়োগের জন্য বায়োডাটা জমা দেন। সারদা রামকৃষ্ণ মন্দিরে তারা লিখিত পরীক্ষায় বসেন। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বেশ কয়েক বছর মামলা চলার পর কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের নিয়োগের কথা বলেন।
তারা দাবি করেন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের আদেশ দেন।শিক্ষক পদে প্রার্থীরা নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের আদেশ নামা অফিসে জমা দেন।
তারা আরো জানান, মালদহ, উত্তর ২৪ পরগনার সফল পরীক্ষার্থীদের ২০০৯ সালের লিস্ট বের হয়। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলার ২০০৯ সালের সকল পরীক্ষার্থী গনের লিস্ট বের করেননি। দক্ষিণ ২৪ পরগনা জেলা বরাবর অবহেলিত বলে অভিযোগ। সুতরাং দক্ষিণ ২৪পরগনা জেলার ২০০৯ সালের পরীক্ষার্থীদের বের করেননি ডি পিএসসি। তার যথাযথ ব্যবস্থা হোক এটাই দাবি করেন।
একজন মানব দরদী ব্যক্তিত্ব হিসাবে তাঁর কাছে তারা আবেদন করে বলেন, প্রশাসনিক সহ বিভিন্ন স্তরে আমরা আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। বয়সের দিক থেকে শেষ হয়ে যাওয়া এইসব চাকরিপ্রার্থীরা যাতে নিয়োগপত্র পায় তার যথাযথ ব্যবস্থা হয় সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
চাকরির পদ প্রার্থীদের সব কথা শোনার পর পীরজাদা ত্বহা সিদ্দিকী বলেন, এখন সবকিছু নির্বাচন কমিশনারের এক্তিয়ারে। নির্বাচন শেষ হওয়ার এক মাস পরে আসবেন। বিষয়টিকে নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি বলবো। যাতে সুরাহা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct