বাবলু প্রামাণিক, বারুইপুর: রাজ্য রাজনীতিতে ভোটের দামাদা বেজে গিয়েছে। শাসক থেকে বিরোধী সবাই মাঠে নেমে পড়েছে কেউ কারো এক ইঞ্চি জায়গা ছাড়বে না। এবারে ২ মে শেষ হাসি হাসবে কি দেখা যাবে। আজ ফুলতলা থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন জমা দিলেন বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সরদার। বারুইপুর মহকুমা শাসকের অফিসে রিটার্নিং অফিসার রাখী পালের কাছে তিনি মনোনয়ন জমা দেন। মঙ্গলবার প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ অন্য বিদায়ী পুরপিতারা। যদিও প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস এদিন ছিলেন না। এদিন তৃণমূলের জেলা সভাপতি বলেন,বিজেপি প্রার্থী খুঁজে না পেয়ে নির্বাচনে লড়তে এসেছে। তৃণমূল যদি বি টিম হয় তবে দলবদলুদের প্রার্থী করা হচ্ছে কেন, নিজেদের লোক নেই। এদিন সভাপতি সাফ জানিয়ে দেন কোন দলবদলুদের আবার দলে নেওয়া হবে না। বারুইপুর পূর্বের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, সারাবছর মানুষের পাশে থেকে কাজ করেন বিভাস। মানুষ সবসময় তাঁকেই পাবে। তাই তাঁকে দল প্রার্থী করেছে। এদিন বিকেলে যাদবপুর লোকসভা সংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে বারুইপুরের বৃন্দাখালি মৌতলা থেকে রোড শো হয়। প্রার্থীকে নিয়ে হুড খোলা জিপে প্রচার সারেন সাংসদ। জয়তলা, পারুল দহ হয়ে দমদমায় রোড শো শেষ হয়।এদিন অভিনেত্রী সাংসদকে দেখতে গ্রামের মানুষদের ভিড় উপচে পড়ে রাস্তায়। গ্রামের মহিলারা ছুটে আসেন সাংসদ ও প্রার্থীকে দেখতে। কচিকাঁচার দল মোবাইল নিয়ে ছবি তুলতে থাকে একের পর এক। এদিন সাংসদ বলেন, যারা কাজ করে। তারাই জিতবে, যারা খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছে তারা মানুষকে বার বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা কতটা খারাপ করতে পারে বাংলায়। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে দেখিয়ে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct