সজিবুল ইসলাম, জলঙ্গি: আধিকারিককে মারধর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বকেয়া বিলের চেক তৈরি না করায় নির্বাহী সহায়ককে মারধরের অভিযােগ উঠল পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় অসুস্থ নির্বাহী সহায়ককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির খয়রামারী পঞ্চায়েত অফিসে। অসুস্থ ওই নির্বাহী সহায়ক সঞ্জীব পান্ডের বাড়ি ইসলামপুরে। তিনি জানান বহু পুরানো একটি কাজের জোর করে বিল করাতে বলেছিলেন প্রধান সেলিনা বিবি। সেটা না করায় আমাকে প্রধান মারধর করে। ওই সময় তাঁর স্বামী রফিকুল ইসলাম উপস্থিত হয়ে প্রধানকে নিয়ে আমাকে জুতো দিয়ে মেরেছেন। ঘটনার পর ওই সহায়ককে লোকজন মিলে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। জানা যায় পরে অবস্থার অবনতি হলে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই বর্তমানে চিকিৎসাধীন।
অভিযোগ ওড়িয়ে প্রধান সেলিনা বিবি বলেন সঞ্জীব পাণ্ডে সবসময় উন্নয়নে বাধা দেন। মূলত সেই সব কথা নিয়ে কথা কাটাকাটি হলে দুজনেরই হাই প্রেসার থাকার ফলে শারীরিক অসুস্থ হলে দুজনেই হাসপাতালে ভর্তি হয়। তবে সঞ্জীববাবু সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন। তিনি আরও বলেন, আমার স্বামী গতকাল পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন। তাই তার বিরুদ্ধে মারধরের অভিযোগ সঠিক নয়। নির্বাচনের আগে এ নিয়ে চাঞ্চল্য হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct