জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: মমতা ব্যানার্জি সভা করে যাওয়ার পরেই অভিষেক ব্যানার্জি তিন তিনটে সভা করে পুরুলিয়ার নির্বাচনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়ে গেলেন। সোমবার প্রথমে রঘুনাথপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারী বাউরির সমর্থনে তারপর মানবাজারে জিতুজুরিতে তৃণমূল কগ্রেস কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানী টুডুর হয়ে জনসভা করেন এবং সেখান থেকে পুরুলিয়া ছররার মাঠে বর্তমানে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাধিপতি তথা পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জির সমর্থনে সভা করেন। তিনটে সভাতেই তিনি বিজেপির বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ছিলেন। বিজেপির সোনার বাংলার তত্ত্বকে কটাক্ষ করে বলেন, যারা সোনার বাংলার উচ্চারণটা ঠিকমতো করতে পারে না, মঞ্চের পিছনে কি লেখা আছে পড়তে পারে না তারা কি করে সোনার বাংলা গড়বে।
তিনি আরও বলেন সোনার বাংলা যদি কেউ বানিয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপরই তিনি দাবি করেন খাদ্যসাথী সবুজসাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এমনকি গতিধারার মাধ্যমে বাংলাকে সোনার বাংলাতে রূপান্তরিত করেছেন আমাদের নেত্রী। তিনি কার্যত এই সভামঞ্চ থেকে অভিযোগের সুরে নাম না করে বিজেপি কে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধমকে চমকে যখন পারেনি তখন শারীরিক ভাবে আঘাত করতে চেয়েছে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে আঘাত করে বিজেপি ভেবেছিল তাকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু ওরা জানে না সিপিএম ৬০০ টা হাড় ভেঙেও অগ্নিকন্যাকে আটকাতে পারেনি। পায়ে প্লাস্টার নিয়ে মুখ্যমন্ত্রী তার সভাগুলো করে বেড়াচ্ছেন। ভাঙা পায়ে খেলা হবে ভাঙা পায়ে যুদ্ধ হবে। ছড়ার আকারে জনগণকে বলেন যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি। বিগত লোকসভা ভোটে জঙ্গলমহলের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চারটেতেই বিজেপির জয়লাভ করেছে। অভিষেক ব্যানার্জী আরও বলেন, চারজন সংসদকে কোন মানুষ তাদের কাজের সময় পায় না, কিন্তু খরা বন্যা সবেতেই পাশে আছেন বাংলার অগ্নিকন্যা। তাকে রোখা যাবে না। বিজেপি যে সোনার বাংলার কথা বলছে তা দিলীপ ঘোষের গরুর দুধ থেকে পাওয়া যায় এবং সে দুধ থেকেই তারা সোনার বাংলা গড়বে বলে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। ঝাড়গ্রামের সভায় লোক কম হয়েছিল বলে কপ্টার বিভ্রাটের তত্ত্ব আওড়াচ্ছেন অমিত শাহ বলে কটাক্ষ করেন। অভিষেক বলেন, ভারতে বিজেপি শাসিত কোন রাজ্যে বাংলার মতো বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় শিক্ষা দেয় না। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বিহার, অসম, ত্রিপুরা, হরিয়ানাতে মানুষ যেভাবে ভীতসন্ত্রস্ত আছেন তা বাংলার মানুষ জানেন, তাই কোনভাবেই এখানে বিজেপি নাক গলাতে পারবে না। এই মাটি বিশুদ্ধ মাটি এখানে বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct