আপনজন ডেস্ক: সন্ত্রাসী হামলায় জেরবার হয়ে উঠছে নােজার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী গোষ্ঠীর গুলিচালনার ফলে কমপক্ষে ৫৮জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরা সবাই সাধারণ গ্রামবাসী। ঝটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা তিলাবেরিতে। এটি মালি সীমান্তবর্তী এলাকা।
জানা গেছে, চারটি গাড়িতে করে গবাদিপশুর বাজার থেকে ফিরছিলেন গ্রামবাসীরা তখন চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। আগুন ধরে যায় দু’টি গাড়িতে।
এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এই মুহূর্তে দু’টি সশস্ত্র জিহাদি গ্রুপ সক্রিয় নাইজারে। এক দলের প্রভাব দেশের পশ্চিমাঞ্চলে, আরেক অংশের প্রভাব দক্ষিণ পূর্বাঞ্চলে।
নাইজার সরকারের মুখপাত্র আব্দুররহমান জাকারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতরা সবাই তিলাবেরি শহরের সংলগ্ন শিনাগোদের এবং দারে দে গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাপ্তাহিক বাজারে কেনাকাটা ও উৎপাদিত কৃষিপণ্য বিক্রয় করতে তারা তিলাবেরি শহরে এসেছিলেন।
স্থানীয় সময় বিকেলের দিকে গ্রামবাসীরা যখন বাড়ির পথে রওনা হন, পথিমধ্যে চারটি যাত্রীবাহী বাস রোধ করে তাদের নামতে বাধ্য করে সন্ত্রাসীরা। তারপর তাদের মধ্য থেকে ৫৮ জনকে আলাদা করা হয়।
বিবৃতিতে জাকারিয়া বলেন, ‘আলাদা করার পর হতভাগ্য ওই মানুষদের সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় অন্যান্য যাত্রীদের কাছ থেকে অর্থ ও পণ্যসামগ্রীও লুটে নিয়েছে তারা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct