আপনজন ডেস্ক: রাশিয়ার মধ্যস্থতায় এবার মস্কোতে আগামী ১৮ মার্চ হচ্ছে আফগানিস্তানের শান্তি আলোচনা। এই শান্তি আলোচনায় তালিবানদের সঙ্গে আফগান সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে শান্তি চুক্তির বাস্তবায়নে ওই আলোচনায় অংশ নেবে কাতারও। মঙ্গলবার কাতারের এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। কাতারি কর্মকর্তা জানান, কাতারের বিশেষ দূত রাষ্ট্রদূত মুতলাক আলকাহতানি ১৮ মার্চ মস্কোর আলোচনায় অংশগ্রহণ করবেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাতার প্রতিশ্রুতিবদ্ধ। চলমান আন্তঃআফগান আলোচনাকে সহযোগিতা করবে দোহা। তিনি আরও বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক মত গঠনে কাতার নিজের কৌশলগত অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মস্কোতে বৃহস্পতিবারের বৈঠকটি গত বছর ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির ভিত্তিতে হবে।
তালিবান ও আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মস্কোর এই আলোচনায় অংশ নিতে রাজি হয়েছেন। রাশিয়া আফগান শান্তি প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা বাড়াতে চাইছে।
সোমবার তালিবান জানায়, সংগঠনের সিনিয়র সদস্যরা যুদ্ধ-বিধ্বস্থ আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct