আহমদ মতিউর রহমান, ঢাকা: ভারতের উচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহণের খবরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। হয়েছে বিক্ষোভ মিছিল। দলগুলো প্রশ্ন রেখেছে এটা হয় কিভাবে? হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, এটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ষড়যন্ত্র। যে দেশের সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করে ভারত থেকে বিতাড়িত করতে চায়, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে আসতে দেয়া উচিৎ নয়। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে করা রিটের প্রতিবাদে সোমবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে সমাবেশ বক্তারা রিটের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রিট প্রত্যাহার এবং রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মতিঝিলের শাপলা চত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া আরো কয়েকটি দল বিবৃতি দিয়ে এর নিন্দা জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct