আপনজন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক করে সব সমালোচনার জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর তার গোলর করার কৃতিত্ব নিয়ে প্রশংসা করলেন কিংবদন্তি ফুটবলার পেলে।
চ্যাম্পিয়ন্স লিগের এবার আসর থেকে জুভেন্টাসের ছিটকে যাওয়াটার প্রায় সম্পূর্ণ দায় টা চাপানো হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাঁধে। শুধু তাই নয়, ফুটবল বিশ্বে সমালোচনার পাত্র হয়ে উঠে ছিলেন সিআরসেভেন। তবে মাঠে নেমেই সমালোচকদের দিলেন মোক্ষম জবাব। দারুণ হ্যাট্রিকে কাইয়ারিকে হারানোর নায়ক বনে গেলেন গেল ম্যাচের খলনায়ক রোনাল্ডো। রোববার রাতে সেরি আর ম্যাচে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে।চ্যাম্পিয়নস লিগের দায় মাথায় রেখে দারুণ শুরু করেন রোনালদো। ম্যাচের দশম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন। ২৫তম মিনিটে স্বাগতিক গোলরক্ষকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো।
সাত মিনিট পর দারুণ নৈপুণ্যে তৃতীয়বার জালে বল পাঠান রোনাল্ডো। পাল্টা আক্রমণে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ তারকা।
বিরতির পরে ৬১তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান কমান আর্জেন্টিয়াইন ফরোয়ার্ড সিমেওনে। রোনালদোকে যোগ করা সময়ের শেষ মিনিটে চতুর্থ গোল করতে দেননি কাইয়ারির গোলরক্ষক। ২৬ ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এসি মিলান। ২৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে কাইয়ারি। একই সংখ্যক ম্যাচ খেলে সবার উপরে আছে ইন্টার মিলান। অন্যদিকে পেশাদার ফুটবলে গোল সংখ্যার হিসেবে ইউরোপের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর মতে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ৭৭০ গোলই সবার সেরা। পর্তুগিজ সুপারস্টার রোববার ইতালিয়ান সিরি আ’য় হ্যাটট্রিকে ছাড়িয়ে গেছেন পেলের করা ৭৬৭ গোলের রেকর্ডকে। পেশাদার ফুটবলে গোলের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছেন পেলে নিজেই। নিজের রেকর্ড ভাঙার পর পেলে টুইটারে রোনাল্ডোকে অভিনন্দন জানিয়েছেন। সেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘আমার আনুষ্ঠানিক গোলের রেকর্ড ভাঙার জন্য রোনাল্ডোকে অভিনন্দন।’ এর আগেও একবার পেলের রেকর্ড ভাঙা নিয়ে আলোচনা হয়েছিল। তখন বলা হয়েছিল পেশাদার ফুটবলে পেলের গোল সংখ্যা ৭৫৭। সে সংখ্যাও এতদিন ভুল ছিল। নিজেই সেটা জানিয়েছে রোনাল্ডো।
পেলেকে ছাড়িয়ে যাওয়ার পর রোনাল্ডো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই খবর আসছিল, আমি পেলের ৭৫৭ গোলের অফিসিয়াল রেকর্ড ভেঙেছি। আমি এটা নিয়ে চুপ ছিলাম কেন সেই কারণ এখন ব্যাখ্যা করছি। আমি সবসময়েই বলে এসেছি, পেলের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। আমি সেজন্যই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৭৬৭ গোলের রেকর্ডটাই অফিসিয়াল হিসেবে ধরেছি, যেখানে তিনি সাও পাওলো স্টেট দলের হয়ে নয় গোল ও ব্রাজিলের মিলিটারি দলের হয়ে আরও এক গোল করেছেন। পৃথিবী এরপর পাল্টেছে, ফুটবলও একরকম থাকেনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী ইতিহাস পাল্টে ফেলব। আজ আমার গোলসংখ্যা ৭৭০ হল, পেশাদার ফুটবলে আমার অফিসিয়াল গোলসংখ্যা। কখনো ভাবতে পারিনি একদিন পেলের রেকর্ড ভাঙব।
পেশাদার ফুটবলে গোলের হিসেবে শীর্ষ তিন গোলদাতা হলেন: রোনালদো (৭৭০ গোল), পেলে (৭৬৭ গোল) এবং বিকান (৭৫৯ গোল)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct