রফিকুল হাসান, শাসন: হাতে মাত্র আর একটা মাস। তারপরেই আসবে আরবী ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসকে স্বাগত জানাতে সেজে উঠছে আল্লাহর ঘর মসজিদ। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিবছর এই রমজান মাসের অপেক্ষায় থাকেন। গোটা বিশ্বের মুসলিমজাহান এই রমজান মাসে রোজা পালনের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করেন। জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, সারিবদ্ধ ভাবে বসে সন্ধ্যায় ইফতার খাওয়া এবং জামাতের সঙ্গে তারাবীর নামাজ আদায়। রমজান মাসে সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার চেষ্টা করেন গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। আর এই একমাস রোজা বা সিয়ামের জন্য মসজিদেই বেশি সময় দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর সেজন্যই প্রতিবছর রমজান মাসের আগেভাগেই সাজিয়ে তোলা হয় বিভিন্ন মসজিদ। এমনই চিত্র এবারও ধরা পড়ছে পশ্চিমবাংলার বিভিন্ন মসজিদে। বিশেষকরে মসজিদের দেওয়ালে রং করা, ঝাড়বাতি পাল্টানো, নতুন লাইট লাগানো থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সবই ঠিকঠাক করে নেওয়ার পালা চলছে বিভিন্ন মসজিদে। তবে বহু মসজিদ কমিটি এই সময়ে চেষ্টা করেন মসজিদের দেওয়ালে নতুন করে চুনকাম করানো। বলাবাহুল্য, ওয়াকফ বোর্ড কতৃক পরিচালিত বিভিন্ন মসজিদে এমন চিত্র আমাদের চোখে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধরা পড়েনি। মূলত বাংলার বিভিন্ন জেলার মসজিদ কমিটি দানের মাধ্যমে টাকা তুলে মসজিদ পরিচালন কমিটির ফান্ডের মাধ্যমে এই সমস্ত মসজিদ রক্ষণাবেক্ষণ এর কাজ করে থাকেন। তেমনই একটা মসজিদ উত্তর ২৪ পরগনার শাসন এলাকার খড়িবাড়ি বাজার জামে মসজিদ। তিনতলা বিশিষ্ট বহু প্রাচীন এই জামে মসজিদে রমজান মাসে ৩০ পারা কুরআন শরীফ পাঠের মাধ্যমে খতম তারাবীহ অনুষ্ঠিত হয়। গত বছর কোভিড পরিস্থিতির কারণে তা বন্ধ থাকলেও এবার হয়তো খতম তারাবীহ অনুষ্ঠিত হতে পারে (ইনশাআল্লাহ)। তাই রমজান আসার আগেই মসজিদে রং করার কাজ শুরু হয়েছে এমনটাই জানালেন খড়িবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল মুহিত সাহেব। ইমাম সাহেবের কথায়, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের আগে আমরা আমাদের নিজেদের বাড়ি ঘর নিজেরা সুন্দর করে রং করে সাজিয়ে তুলি। আর বরকতময় মাহে রমজান আসছে, আর মসজিদ সেজে উঠবে না। তা কখনো হয়। এখন মসজিদে রং এর কাজ চলছে। রং এর কাজ শেষে পুরো মসজিদ ধোয়া মোছা শেষ হলে বিভিন্ন লাইট দিয়ে মসজিদকে সাজিয়ে তোলা হবে। যাতে করে রোজাদারদের মনটা ভরে ওঠে। আমরা রমজানের পর যেন ঈদের আনন্দে মেতে উঠতে পারি। এমনটাই মনে করেন ইমাম আবদুল মুহিত। রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা মুসলিম উম্মাহ। এদিকে সেজে উঠছে মসজিদ, আর ধর্মপ্রাণ মুসলিমরা দিন গুনছে রোজা আসতে আর মাত্র কয়েকটা দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct