কুতুবউদ্দিন মোল্লা, কুলতলি: তৃতীয় দফায় ভোটের প্রার্থী ঘোষণার পর কুলতলিতে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। কুলতলি বিধানসভার যুব কনভেনর উত্তম হালদার বলেন, আমরা কুলতলি বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী। বিভিন্ন পদে আমরা হোল্ড করেছি বিভিন্ন সময়ে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনিপ দাস যেভাবে ১ টা বিধানসভার প্রার্থী ঘোষণা করেছেন তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি যাতে এই জেলা থেকে একটা সিট না পায় তার একটা ঘৃণ্য চক্রান্ত করেছে। আমরা কুলতলি বিধানসভা থেকে সেই দুর্নীতিগ্রস্ত এবং ভিন্ন চক্রান্তকারী সুনিপ দাস কে অবিলম্বে তার পদত্যাগ চাই এবং সেই চক্রান্তকারীর আমরা ধিক্কার জানাই।
তার অভিযো্গ, কুলতলি বিধানসভায় যে মিন্টু হালদার প্রার্থী হয়েছেন ২০১৯ সালে লোকসভা ভোটে অর্থ কেলেঙ্কারির জন্য জেল খাটেন তিনি। সেই দুর্নীতিগ্রস্ত লোকটাকে আবার কুলতলি বিধানসভার প্রার্থী করা হল। তাই কুলতলি বিধানসভার যে সমস্ত বিজেপি সদস্যরা আছে তাদেরকে বলব কুলতলি বিধানসভা কেউ কি যোগ্যতম প্রার্থী নেই। এখানে কাজের মানুষের থেকে কাছের মানুষকে প্রার্থী করেছে আমরা কেন্দ্রে ও রাজ্যে মেসেজ দিতে চাই বিজেপির নিচুস্তরের জেলা সভাপতি সুনীপ দাস যে ঘৃণ্য চক্রান্ত করছেন তা যেন তাদের নজরে যায়। এখনো সময় আছে এই প্রার্থী তুলে নেন এবং পূর্ব জেলার সমস্ত প্রার্থীর বিচার-বিশ্লেষণ করে আপনারা নতুন করে প্রার্থী নির্বাচন করলে এখানে বিজেপির সংগঠন মজবুত হবে। নচেৎ এখানে যে সমস্ত প্রার্থী ব-কলমে তৃণমূলকে জেতানোর জন্য চক্রান্ত করে এই সমস্ত প্রার্থীকে দাঁড় করানো হয়েছে।এবং ডাক্তার অশোক কান্ডারী মত লোককে যিনি লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, আমরা চেয়েছিলাম তার মতো সমাজসেবী লোককে প্রার্থী করা হোক। কিন্তু, তার মত এক সমাজসেবী মহান মানুষকে প্রার্থী করা হয়নি। তাই এখানে এক ঘৃণ্য চক্রান্ত চলছে এই জেলাজুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct