মঞ্জুর মোল্লা, নদিয়া: পরিবারের একমাত্র উপার্জনের দুটি টোটো তে দুষ্কৃতীদের অগ্নিসংযোগ কোন অজানা শত্রুতায় রবিবার রাতে দুটি টোটোতে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গেল, তা বুঝতেই পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে নদিয়ায় শান্তিপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় অঞ্চলের দু নম্বর কলোনি নোয়াখালী পাড়ায়। অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন বাবা-ছেলের দুটি টোটো পাশাপাশি উঠোনে চার্জে দিয়ে, ঘুমিয়ে পড়েছিলেন রাত ১১ টা নাগাদ! এরপর এই মাঝরাতে আনুমানিক একটা নাগাদ, হঠাৎই ওই দুই টোটো তে দাও দাও করে আগুন জ্বলছে দেখে, পরিবারের সকলে বেরিয়ে আসেন বাইরে, এরপর এলাকাবাসীর তৎপরতায় নেভে আগুন! কিন্তু ততক্ষণে, পুরে ছারখার হয়ে যায় সবকিছু, তবে মূল বসবাসের ঘরে কোন আগুন লাগেনি এটাই রক্ষে। পরিবার সূত্রে জানা যায় অত্যাধিক কেরোসিনের গন্ধে বোঝা যায়, কেউ বা কারা শত্রুতা করেই এ কাজ করেছে! তবে এলাকায় অত্যন্ত দরিদ্র ওই পরিবারের কোনও শত্রু নেই বলেই জানান এলাকাবাসীরা। যদিও কিছুদিন আগে একদল যুবককে রাতের অন্ধকারে নারকেল গাছ থেকে ডাব পাড়তে বাধা দেওয়ার কারণেও হতে পারে বলে মনে করছেন। তাঁতের পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে
লকডাউন এর কিছুদিন আগে এক লক্ষ ৩০ হাজার টাকা দামের একটি টোটো দু’বছরের কিস্তিতে কেনেন প্রফুল্ল দেবনাথ, তার কিছুদিন বাদে সুদে টাকা ধার করে ছেলে বিশ্বজিৎ দেবনাথ এজন্য পুরাতন একটি টোটো ক্রয় করেন ৬০ হাজার টাকা দিয়ে। লকডাউনের মধ্যে কোনো উপার্জনই, হয়নি তাই, প্রায় ৬-৭ মাসের কিস্তি আটকে, সুদের ও সুদ হয়ে যাচ্ছে ক্রমশ। এরই মধ্যে এই দুর্ঘটনায় উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে গেলো! কান্নায় ভেঙে পড়েছে পাঁচ সদস্যের গোটা পরিবার। শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। কিন্তু সন্দেহের তির কারও দিকে না থাকায় গ্রেফতার হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct