আপনজন ডেস্ক: রাজ্যের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিমেষ স্থান করে নিয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের ফ্রন্টপেজ অ্যাকাডেমি। সোমবার ১৫ মার্চ আস্তে আস্তে পথ চলতে চলতে ১২ বছরে পদার্পণ করল। এদিন অ্যাকাডেমির ক্যাম্পাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। অ্যাকাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহঃ কামরুজ্জামান ও অনুষ্ঠানের বিশেষ অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রতিষ্ঠানের নিজস্ব পতাকা উত্তোলন, ছাত্রদের উদ্বোধনী সঙ্গীত ও ছাত্রদের প্যারেডের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয়।
ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশন, বিএড ও ফ্রন্টপেজ স্কুল অফ এডুকেশন, ডিএলএড এর ছাত্রছাত্রীদের উদ্যোগে আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনী ও দেওয়াল পত্রিকা 'উন্মেষ' এর শূভ সূচনা করা হয়। ফ্রন্টপেজ অ্যাকাডেমি, ফ্রন্টপেজ চাইল্ড অ্যাকাডেমি ও ফ্রন্টপেজ পাবলিক স্কুল (ইংলিশ মিডিয়াম) এর ছাত্রছাত্রীদের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন করা হয়।
ফ্রন্টপেজ অ্যাকাডেমি অনুষ্ঠান কক্ষে এক মনোজ্ঞ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈকত মৈত্র। উপস্থিত ছিলেন মালদা চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল ইসলাম, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজয় কুমার মণ্ডল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আয়াতুল্লাহ ফারুক, ফ্রন্টপেজ বিএড ও ডিএলএড বিভাগের কো- অর্ডিনেটর সুনীপা দত্ত, ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক মহঃ এরশাদ আলি।
উপস্থিত অতিথিরা গ্রাম বাংলার মনোরম পরিবেশে এত অল্প সময়ে এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের বাড়বাড়ন্ত দেখে উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলার শিক্ষা আন্দোলনের ইতিহাসে ফ্রন্টপেজ অ্যাকাডেমির অবদানের ভূয়সী প্রশংসা করেন। ছাত্র ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রতি জোরালো আওয়াজ তোলেন। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার দিকে ছাত্রদের উদ্বুদ্ধ করেন। পড়াশুনা করে প্রতিষ্ঠিত হয়ে পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে দায়িত্বশীল ভূমিকা রাখতে ছাত্রদের প্রতি আহ্বান জানান। সর্বোপরি ছাত্র ছাত্রীদের মাঝে তারানা, গজল পরিবেশন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে আরো বেশি মনোগ্রাহী করে তোলে। উপস্থিত অতিথিরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা ও ছাত্রদের মেধা বিকাশে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত অতিথি, ছাত্রছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct