মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: বীরভূমের নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন মইনুদ্দিন শামস। সোমবার নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, ফেসবুক লাইভ করে আমি তৃণমূল কংগ্রেস দল ছেড়েছি। প্রার্থী তালিকা থেকে দল আমার নাম বাদ দিয়েছে। আমি দল বিরোধী কাজ কোন দিন করিনি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আমি বর্তমান বিধায়ক ছিলাম। প্রার্থী তালিকা থেকে আমাকে বাদ দেওয়ার কারণ জানানো উচিত ছিল। কিন্তু আমার দল আমাকে আগে জানায়নি। আমি বামপন্থী দলকে নলহাটিতে হারিয়ে ব্রেক করি এক ডানপন্থী দলের প্রার্থী হিসেবে। নলহাটির মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। তাদের ভালোবাসার জন্য আমি নির্দল প্রার্থী হিসেবে এই নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি।
উল্লেখ্য, ২০১৬ সালে দশ হাজার ৩২৮ ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে মইনুদ্দিন শামস ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক চ্যাটার্জিকে পরাজিত করেন। মইনুদ্দিন শামসের প্রাপ্ত ভোট ছিল ৮৩ হাজার ৪১২টি। এ বিষয়ে স্মর্তব্য, বাম সরকারের আমলে বিশিষ্ট খাদ্যমন্ত্রী কলিমউদ্দিন শামসের পুত্র মইনুদ্দিন শামস। তিনি কলকাতার পুরসভায় বেশ কয়েকবার কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct