মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেতনা উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল সম্প্রীতি ও সংবর্ধনা সভা। প্রধান অতিথি হিসাবে দক্ষিণ দামোদরের বিশিষ্ট সমাজসেবী স্বদেশ কুমার রায়। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে। কোনো বিভেদকামী শক্তি যেন আমাদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরী করতে না পারে। দক্ষিণ দামোদর থেকে উঠে আসা ডাক্তার, শিক্ষক, সমাজসেবী, ইমাম দের সংবর্ধিত করা হয়। আইনজ্ঞ রাসবিহারী ঘোষ পুরস্কার পেলেন দক্ষিণ দামোদর এর বিশিষ্ট সমাজসেবী উৎপল রায়।
দক্ষিণ দামোদরের আর এক স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায় স্মৃতি পুরস্কার পেলেন শ্যামসুন্দর সেন। হাজি নূরমহাম্মদ স্মৃতি পুরস্কার দেওয়া হয় সেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী মুখোপাধ্যায়কে। এছাড়া শিক্ষক অহিভীষণ কোনার, সমাজসেবী হাজি নাইয়ার, ইমাম সিদ্দিকুল্লা, আব্দুল হালিম, ডাক্তার মিনারুল, ডাক্তার গোলাম কিবরিয়াকে বিশেষ সম্মানিত করা হয়। উল্লেখ্য, ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন বলেন সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বছর ধরে মানুষের পাশে থাকে। এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপকরা ছাড়া গলসির মাহবুবুল হক, মাস্টার মাহবুব সহ বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct