আপনজন ডেস্ক: ইসলামী জলসা কমিটি ও গ্রামবাসীবৃন্দের আয়োজনে বার্ষিক হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয় টোনায়। সারাদিন ব্যাপী কেরাত ও গজল প্রতিযোগিতা হয় তাদেরকে পুরস্কৃত করা হয় মাদ্রাসার পক্ষ থেকে।
১৪২৭ সালের টোনা দারুল ফালাহ আমিনিয়া হেফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মুফতি আবু ইব্রাহিম সিদ্দিকী আল কোরাইশী। এছাড়া বক্তব্য রাখেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত-এর কর্ণধার মুফতি আব্দুল মাতিন, মাওলানা আবদুল মুহিত, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক মাওলানা আবু সিদ্দিক খান প্রমুখ। মাদ্রাসা সম্পাদক বড়গাছী আদর্শ হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হাসিবুর রহমান বলেন এই মাদ্রাসা থেকে প্রায় ১০০০ এর বেশি হাফেজে কোরআন বেরিয়েছে।
আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক হাফেজ আব্দুল খালেক সাহেবের অক্লান্ত পরিশ্রম ও মেহনতে আজ মাদ্রাসা যথেষ্ট খ্যাতি অর্জন করেছে।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি গোলাম ফারুক, সহ সভাপতি জাকির হোসেন, ফিরোজ আলম, নজিবুল্লাহ, মফিজুল ইসলাম প্রমূখ শ্রোতাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জলসার শেষে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় দোয়া করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct