আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা: সংযুক্ত মোর্চার শরিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী এক সাংবাদিক সম্মেলন করে একুশের বিধানসভা নির্বাচনে যে আসনগুলোতে তারা লড়াই করছে তার প্রার্থী তালিকা ঘোষণা করেন।প্রথম ও দ্বিতীয় দফার তিনটি কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিপূর্বেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। অন্যান্য আসনে প্রার্থী তালিকাও ঘোষণা করা হয় কয়েকটি বাদ দিয়ে।
রায়পুর (এসটি): মিলন মান্ডি, মহিষাদল: বিক্রম চ্যাটার্জী, চন্দকোণা (এসসি): গৌরাঙ্গ দাস, কুলপি সিরাজ উদ্দিন গাজী, মন্দির বাজার (এসসি): ড. সঞ্চয় সরকার, ক্যানিং পূর্ব: পরে জানানো হবে,ভাঙড়: পরে জানানো হবে, জগৎবল্লভপুর: আইনজীবী শেখ সাব্বির আহমেদ, জাঙ্গিপাড়া: পরে জানানো হবে, হরিপাল: সিমুল সরেন, খানাকুল: ফাইসাল খান, মেটিয়াবুরুজ: নুরুজ্জামান, পাঁচলা: মোঃ জলিল, উলুবেড়িয়া পূর্ব: আব্বাসউদ্দিন খান, মধ্যমগ্রাম: পরে জানানো হবে, রানাঘাট উত্তর পূর্ব (এসসি) দীনেশ চন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জ (এসসি) অনুপ মণ্ডল, হাড়োয়া: পরে জানানো হবে, বসিরহাট উত্তর: পীরজাদা বাইজিদ আমিন, সন্দেশখালি (এসসি): বীরেন মাহাতো, চাপড়া: কাঞ্চন মৈত্র, অশোকনগর: তাপস চক্রবর্তী, আমডাঙ্গা: জামাল উদ্দিন, আসানসোল উত্তর মোঃ মোস্তাকিম, এন্টালি: অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলম, ময়ূরেশ্বর: পরে জানানো হবে। এছাড়াও এক বিবৃতিতে বলা হয় উত্তরবঙ্গের বেশকিছু আসন এবং দক্ষিণবঙ্গের দেগঙ্গা ও মগরাহাট পশ্চিমের মতো কিছু আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct