আপনজন ডেস্ক: একেই বলে জনপ্রতিনিধি। জর্ডানের কয়েকজন রোগী অক্সিজেনের অভাবে মৃুত্যমুখে পতিত হন। তাও আবার সরকারি হাসপাতালে নয়, বেসরকারি হাসপাতালে। তার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী। জানা গেছে, জর্ডানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। এরপরেই জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেন।
এই ঘটনার পর এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সল্ট হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার সকল দায়ভার আমি গ্রহণ করছি। এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন।
এ ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি ইউনিট ও করোনাভাইরাসের ওয়ার্ডে কী কারণে অক্সিজেন দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি।
এদিকে, এ ঘটনায় মৃত রোগীদের ক্ষিপ্ত স্বজনরা হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন। তাদের রুখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় দেড়শো আত্মীয়-স্বজন হাসপাতালের সামনে জড়ো হয়েছেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct