আপনজন ডেস্ক: আজকের দিন ছিল মহাবিজ্ঞানী আইনস্টাইনের ১৪২-তম জন্মদিন। এ বছর তাঁর নোবেলপ্রাপ্তির শতবর্ষও। স্মরণীয় এই দিনে কলকাতার বুকে সংস্কৃত কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো এক মনোরম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে আয়োজিত অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা। এদিন সংস্কৃত কলেজিয়েট স্কুলে উপস্থিত হয়েছিল বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার বিজয়ীরা। তারা এসেছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে।
এদিন খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান জগতের দিকপাল ব্যক্তিত্বগণ। উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী শুভাশিস মুখার্জি, ড. দেবব্রত মুখোপাধ্যায়, অধ্যাপক জুনায়েদ জাভেদ, আখের সর্দার, নায়ীমুল হক, তমাল ঘড়াই, নাজিমুল হক, সিকান্দার মন্ডল প্রমুখ । এছাড়াও অনলাইনে যোগ দিয়েছিলেন বিজ্ঞানী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, দিল্লি থেকে বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান, অসম থেকে অধ্যাপক নিপম কুমার সাইকিয়া এবং আরো অনেকে।
অনুসন্ধান বিজ্ঞান সংস্থার আয়োজনে এদিনের এই অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বিশিষ্ট বিজ্ঞানী সমীর বাগচী, শিক্ষাবিদ ডক্টর নজরুল হক সিপাই প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংস্কৃত কলেজের স্কুলের প্রাক্তন সভাপতি সুশোভন ভট্টাচার্য। এদিন কচিকাঁচাদের উপস্থিতি এবং তাদের সাবলীল অংশগ্রহণে খুশি হন উপস্থিত বিজ্ঞানী এবং অভিভাবকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct