আপনজন ডেস্ক: বিজেপি ঘনিষ্ঠ উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি কুরআন শরীফের ২৬টি আয়াতের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করায় ইতিমধ্যে মুসলিম সমাজ থেকে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। শিয়া এবং সুন্নি উভয় মতবাদের বিশিষ্ট মুসলিমরা রিজভির বিরুদ্ধে সরব হয়ে তার গ্রেফতার দাবি করেছেন।
এবার রিজভির নিন্দায় সরব হয়েছে দেশের অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ এ ব্যাপারে ফতোয়া জারি করেছে।
দারুল উলুম দেওবন্দের উপাচার্য মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছেন, কেউ যদি পবিত্র কুরআন শরীফের কোনো পরিবর্তন দাবি করে তাহলে সে আর মুসলমান থাকতে পারে না।
বিবৃতিতে আরো বলা হয়, কুরআন অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কুরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। এতে সামান্য কোনো পরিবর্তনও হয়নি। ইসলামের খলিফাদের আমলে কুরআন শরিফের পরিবর্তন সাধন হওয়ার দাবি অপবাদ ও বিভ্রান্তি ছাড়া কিছুই নয় বলে দেওবন্দের বিবৃতিতে বলা হয়।
প্রসঙ্গত, পবিত্র কোরআন শরীফের ২৬টি আয়াত বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট করেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভী। তাতে বলা হয়, রিট আবেদনে বলা হয়, এই ২৬টি আয়াত উদ্দেশ্যমূলকভাবে ইসলামের তিন খলিফা হযরত আবু বকর রা., হযরত ওমর রা. এবং হযরত ওসমান রা. কুরআনের মধ্যে ঢুকিয়েছেন।
অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডসহ আরও অনেক মুসলিম সংগঠন রিজভীর এই পদক্ষেপের নিন্দা করে তার গ্রেফতার দাবি করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct