আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য সৌদি আরবে হজ ও উমরাহ পালন থেকে আয় কমে েগছে। তার জন্য দায়ী করে বরখাস্ত করা হল হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ সালেহ বেন তাহের বিন্তিনকে। এ ব্যাপারে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সলমান বিন আব্দুল আজিজ সেদেশের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ সালেহ বেন তাহের বিন্তিনকে বরকাস্ত করার নির্দেশনামায় সই করেছেন।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছ, গতকাল শুক্রবার রাজকীয় এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে তাকে ঠিক কি কারণে সরানো হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে, করোনা ভাইরাসের কারণে দেশটির আয়ের অন্যতম উৎস হজ ও উমরাহ থেকে আয় কমে যাওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সে কারণে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
অন্যদিকে তার জায়গায় সৌদি আরবের নতুন হজ ও উমরাহ প্রতিমন্ত্রী ইসসাম বিন সাইয়িদকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।
যদিও ২০১৬ সাল থেকে হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ সালেহ বেন তাহের বিন্তিন। করোনা ভাইরাসের কারণে দেশটির আয়ের অন্যতম উৎস হজ ও উমরাহ থেকে আয় কমে যাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি বাদশাহ করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছিলেন বিদেশি সংস্থাদের যারা হজ ও উমরাহ পালনে যাত্রীদের নানা পরিষেবা দিয়ে থাকে।
অন্যদিকে, বিমান বিভাগ থেকে আবদুল হাই আল মনসৌরিকে সরিয়ে দিয়ে তাকে বিদেশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় এসেছেন আবদুল াাজি আল দুয়েলজি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct