মোল্লা মুয়াজ ইসলাম,গলসি: গলসির কুলগড়িয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের। মৃতদের নাম সাহাবাজ খান, বয়স আনুমানিক ৫২, অঞ্জু খানম, বয়স ৪৪, জাহির করিম, বয়স ৩৫। ঘনটায় গুরুতর জখম সার্জিল খান। তাদের সকলের বাড়ি বিহারের ভাগলপুর এলাকায়। পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতি বার রাত সাড়ে নয়টার সময় তারা চারচাকা গাড়ি নিয়ে কোলকাতায় একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন পরিবার কর্তা মহঃ সাহবাজ খান। গাড়িতে ছিলেন, স্ত্রী আঞ্জু খানম, ছেলে সার্জিল এবং তার ভাইরা ভাইয়ের ছেলে জাহির করিম। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে চারটার সময় কুলগড়িয়ার কাছে ২ নং জাতীয় সড়কে আচমকা দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিতে একজন মহিলা ও তিনজন পুরুষ যাত্রী ছিলেন। তারা এক পরিবারের তিনজন। তাছাড়াও গাড়িতে তাদের একজন নিকট আত্মিয় ছিলেন। ভাগলপুর থেকে গাড়ি চালিয়ে গলসির কুলগড়িয়ার কাছে এলে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। মহুর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসে গলসি থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় গলসি পুলিশ একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কোলকাতায় স্থানান্তর করা হয়। সকালে ঘটনার জানাজানি হতে বিহার থেকে গলসি থানায় উদ্দ্যেশ্য রওনা দেন পরিবারের লোকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাদের পরিবারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct