নিজস্ব সংবাদদাতা, বোলপুর: নিজের ভোট নিজে দিন। নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। ভারতের সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে ভোট দেবার ক্ষেত্রে, আমার-আপনার মতো একজন সাধারন মানুষকে আমাদের দেশের সংবিধান যে অধিকার দিয়েছে তা প্রয়োগ করুন। গড়ে তুলুন এমন এক সচেতন নাগরিক সমাজ, যে মানুষের অধিকারের সপক্ষে, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে, সংবিধান নির্দেশিত পথে দেশের ও দশের মঙ্গলের জন্য কাজ করবে, সারা বছর। সুশাসনে নাগরিক সমাজের কি ভূমিকা
এই বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় বোলপুরে রোটারী ভবনে। ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের ভূমিকা’ বিষয়ক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ-এর পক্ষ থেকে।
এদিন উপস্হিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের রাজ্য কো-অর্ডিনেটর ড. উজ্জ্বয়নী হালিম, বীরভূম ডিষ্ট্রিক সোস্যাল এ্যক্টিভিষ্ট সোসাইটির সম্পাদক সমাজকর্মী নুরুল হক, ড. সেখ সামশুল আলম, মনীষা বন্দ্যোপাধ্যায় সহ শিক্ষক, আইনজীবি সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct