আপনজন ডেস্ক: সম্প্রতি সুইজারল্যান্ডে গণভোটের মাধ্যমে মুসলিম মহিলাদের ইসলামি পোশাক বোরকা, নিকাব ও হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই পথে এগোচ্ছে শ্রীলঙ্কা। বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে শ্রীলংকায়। এমনকি সেদেশের বেশ কিছু মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার এক সাংবাদিক সম্মেরনে একথা জানিয়েছেন শ্রীলঙ্কার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা।
এদিনের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে মুসলিম মহিলা ও মেয়েরা বোরকা পরত না। অথচ ইদানিংকালে ব্যাপকহারে বোরকা পরার প্রবণতা দেখা যাচ্ছে যা ধর্মীয় চরমপন্থার লক্ষণ। তাই এই ধরনের ধর্মপ্রবণতা রুখতে বোরকা নিষিদ্ধ করা হচ্ছে শ্রীলঙ্কায়।
তবে, শুধু বোরকা নয়, শ্রীলঙ্কায় প্রায় এক হাজার মাদ্রাসা বন্ধ করারও ঘোষণা দেন শ্রীলঙ্কার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা। এ ব্যাপারে সারাথ বলেন, যে কেউ স্কুল বা মাদ্রাসা খুলে নিজেদের ইচ্ছমতো শিশুদের শিক্ষা দেবে তা চলতে দেওয়া যাবে না। তাই শ্রীলঙ্কায় এক হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত সেদেশের মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে,মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন বলেও জানান এ মন্ত্রী। ‘জাতীয় নিরাপত্তাজনিত কারণে’ দেশটি এসব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সারাথ।
উল্লেখ্য, ২০১৯ সালে শ্রীলংকায় সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন পোশাক সাময়িক নিষিদ্ধ করা হয়। এবার স্থায়ীভাবে এসব পোশাক নিষিদ্ধ করার ঘোষণা দিলেন মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct