জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: নন্দীগ্রাম দুর্ঘটনার পরই মমতা জানিয়ে দিলেন তাঁর কোনো রাজনৈতিক কর্মসূচি বাতিল হবে না। প্রয়োজনে হুইল চেয়ারে বসে মঞ্চে পৌঁছাবেন তিনি। হাসপাতাল থেকে প্রচারিত এমন একটি ভিডিও বার্তার পর পুরুলিয়ায় তার দুটি জনসভা নিয়ে আর কোন সমস্যা থাকলো না। আগামী সোমবার মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় এসে সভা করবেন ঝালদা হাই স্কুল ময়দান ও বলরামপুর মাইসির বাড়ি ময়দানে। আকাশ পথে তিনি পুরুলিয়া আসছেন। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়েই আমাদের কর্মীরা মুষড়ে পড়েছিলেন। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে প্রথম দফায় রয়েছে পুরুলিয়ার নটি বিধানসভা কেন্দ্রের ভোট। ফলেই আর বেশী সময় নেই। গতবার অর্থাৎ ২০১৬ সালের নির্বাচনে এই ঝালদা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী।এবারের নির্বাচনেও এখান থেকেই তিনি প্রচার শুরু করছেন। পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন দলের যুব নেতা তথা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত অন্যদিকে বলরামপুরে প্রার্থী হয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাত। তবে এই দুটি কেন্দ্রের মধ্যে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ও বালারামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট যথেষ্ট ভালো। বলরামপুরে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট অবধি এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে মমতা এলে হাওয়া বদলে যাবে বলে মনে করছেন তৃণমূল কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক জয়পুর এলাকার একজন তৃণমূল কর্মী বলেন বাগমুন্ডি ও বলরামপুর এলাকায় দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে । সেই পরিস্থিতিকে বদলানোর জন্য মুখ্যমন্ত্রীর একটি জনসভা দরকার ছিল এলাকায়। তৃণমূলের জেলা মুখপাত্র নবেন্দু মহালি বলেন, সামান্য ত্রুটি থাকায় আমাদের জয়পুরের প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দেওয়া হলো। এভাবে তারা বারে বার তৃণমূল কর্মীদের মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী আহত অবস্থায় পুরুলিয়ায় এলে উজ্জীবিত হবেন তৃণমূল কর্মীরা। তবে আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো যাতে মুখ্যমন্ত্রীর কোন সমস্যা না হয় পুরুলিয়ায় এসে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct