আপনজন ডেস্ক: কেরলে কংগ্রেস জোটের অন্যতম সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ্। আগামী ৬ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। প্রায় ২৫ বছর পর ফের নির্বাচনে মুসলিম লিগ মহিলা প্রার্থী দিচ্ছে। শুক্রবার মুসলিম লিগ কেরল বিধানসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে স্থান পেয়েছেন মহিলা।
জানা গেছে, ১৯৯৬ সালে মুসলিম লিগ সর্বপ্রথম কামরুন্নেসা নামে এক মহিলাকে কালিকট-২ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে। সেবারের নির্বাচনে যদিও তিনি প্রায় ৯ হাজার ভোটে পরাজিত হন।
এবারের নির্বাচনে কোঝিকোড় দক্ষিণ আসনে লড়বেন মুসলিম লিগের জনপ্রিয় মহিলা নেত্রী নুরবিনা রশিদ। নুরবিনা এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রবীন মুসলিম লিগ নেতা এম কে মুনির এই জেলার অন্য কেন্দ্রে থেকে লড়বেন।
মালাপ্পুরমে মুসলিম লিগ সুপ্রিমো পানাক্কাড় হায়দার আলি শিহাব থাঙ্গাল প্রার্থী তালিকা প্রকাশ করে বলেন, এবার তিনজনকে পুনরায় প্রার্থী করা হয়েছে। তারা হলেন পি কে কুনহালিকুট্টি, মুনিরও কেপিএ মাজিদ। মুসলিম লিগ এবারের বিধানসভা নির্বাচনে ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৬ সালের তুলনায় তিনটি বেশি। ২০১৬ সালের নির্বাচনে ২৪টি আসনে লড়ে মুসলিম লিগ ১৯টি আসনে জয়ী হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct