আপনজন ডেস্ক: চূড়ান্ত প্রস্তুতি চলছে এসএসকেএম হাসপাতালে। প্রস্তুতি চলছে কালীঘাটেও। কারণ বাড়িতে থাকলেও চিকিৎসকের নির্দেশিকা মেনে চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বাড়িতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতি নিচেন চিকিৎসকরা।
এসএসকেএম সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্ভবত আজই বাড়ি ফিরতে পারেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাড়ি ফিরলেও আপাতত বিশ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। বাড়িতেই চলবে তাঁর চিকিৎসা। আপাতত হুইল চেয়ারে চলাফেরা করতে হবে।
এদিন চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখে জানান, ছুটি দেওয়া যেতে পারে। তবে বাড়ি ফিরেও চিকিৎসাধীন থাকতে। বাড়িতে ফিরেও হাসপাতালের মতোই বিশ্রামে থাকতে হবে। তবে বাড়ি ফিরলেও তিনি রাজনৈতিক কাজকর্ম এখনই পুরোদমে শুরু করতে পারবেন না। তবে আজ নতুন করে তার মুখ্যমন্ত্রী পায়ে প্লাস্টার করা হয়েছে। হুইল চেয়ারে বসে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct