আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গার মল্লিকপুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে বিশাল সম্প্রীত সমাবেশ ও ইসলামি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটির সম্পাদক হ্যারেজ গাজি বলেন, সম্প্রীতি সমাবেশ করার উদ্দেশ্য হল, আমরা হিন্দু মুসলিম যাতে একসাথে থাকতে পারি। সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, ইসলামি সংস্কৃতি অনুষ্ঠান ও সর্ব, ধর্ম মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ যথেষ্ট উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, পবিত্র কুরআন কোন এক বিশেষ জন গোষ্ঠী বা বিশেষ কোন সম্প্রদায়ের জন্য মহান সৃষ্টি কর্তা পাঠাননি, বরং পবিত্র কুরআন গোটা মানব জাতির জন্য গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন। অনুরূপ হিন্দু ধর্মাবলম্বী গীতাটা ভালো করে পড়তো হিংসার রাজনীতির শিকার হতো না। আমাদের দুটি গ্রন্থ ভাল করে পড়াতে হবে। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সিয়ামত আলি বলেন, জলসা জলুস করা, মাদ্রাসা মসজিদ নির্মাণ এটা সংবিধানিক অধিকার। কারোর দয়া বা অনুগ্রহে হয় না। এছাড়া বক্তব্য রাখেন, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের প্রন্সিপাল, স্বামী সত্যরুপা নন্দ মহারাজ, বেডসের সম্পাদক সাজাহান মন্ডল, বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস, শান্তনু দে প্রমুখ। সঞ্চালক মেহেদি সানি বলেন, এদিন জেনারেল ও ইসলামি বিষয়ে ক্যুইজ অনুষ্ঠিত হয়, বিজয়ীদের নগদ দুহাজার, দেড় হাজার,একহাজার টাকা উপহার প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct