আপনজন ডেস্ক: তৃণমূল নেত্রী যখন আহত হয়ে হাসপাতালে তখন তাদের জন্য অস্বস্তিকর খবর এল হাইকোর্টের রায়ে। পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল বৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ের ফলে জয়পুর কেন্দ্রে উজ্জ্বল কুমারের প্রার্থী হওয়ার আর কোনও সম্ভাবনা রইল না। কারণ ইতিমেধ্যে মনোনায়নপত্র দাখিলের শেষ সময় সীমা পার হয়ে গেছে। ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে একটি আসনে তৃণমূল প্রার্থীহীন হয়ে থাকল। তৃণমূল ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসন ছেড়ে দিয়েছিল শরিক দল গোর্খা জনমুক্তি মোর্চাকে। বাকি ছিল ২৯১টি আসন। তার মধ্যে এটি কমে মোট ২৯০টি আসনে লড়তে হবে তৃণমূলকে। বৃহস্পতিবার প্রার্থীর পক্ষে রায় দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন, ছোট্ট একটা ভুলের জন্য কারও ভোটে লড়াই করার অধিকার কেড়ে নেওয়া যায় না। এর বিরুদ্ধে প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। সেই রায়ে উজ্জ্বল কুমারের মনোনায়ন বাতিল বৈধ বলে রায় দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct