আপনজন ডেস্ক: নন্দীগ্রামে আহত হন মমতা। সেখান থেকে তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তার হাড়ে চিড় ধরেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে। ভোটের মুখে মুখ্যমন্ত্রী এভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দলের কর্মী ও সমর্থনরা চিন্তার সাগরে ডুব দিয়েছিলেন। আসন্ন ভোটের প্রচার তিনি কিভাবে করবেন, তা নিয়েও অনেকে চিন্তায় ছিলেন। এদিন অবশ্য এসএসকেএম হাসপাতাল থেকেই মমতা জানিয়ে দিলেন, প্রয়োজন হলে হুইলচেয়ারে করে প্রচারে নামবেন তিনি। একই সঙ্গে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সংযত থাকার বার্তাও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'যারা আমার কর্মী-ভাইবোন আছেন, তাদের বলছি, আমার খুব চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় ও বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। ডাক্তারদের চিকিৎসাতেই আছি। আমি অনুরোধ করব সবার কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। আশা করি আমি আবার দু'তিন দিনের মধ্যেই নিজের জায়গায় ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। মিটিং কিছুই আমি নষ্ট করব না। হয়তো কিছু দিন আমাকে হুইলচেয়ারে ঘুরতে হবে।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct