আপনজন ডেস্ক: আফগানিস্তানে কিশোরী মেয়েদের আর প্রকাশে গান গাওয়া যাবে না। এই মর্মে এক নির্দেশ জারি করেছে আফগান্তিানের সরকার। জানা গেছে আফগানিস্তানে ১২ বছরের বেশি মেয়েরা প্রকাশ্যে গান গাইতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছে সেদেশের আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার এ ব্যাপারে আফগান শিক্ষামন্ত্রণালয়ে একটি চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই চিঠিতে বলা হয়, মেয়েদের ১২ বছর বা তার বেশি হলে জনসন্মুখে কোনো প্রকার গান গাইতে পারবে না। এতে আরো বলা হয়েছে, মেয়ে শিক্ষার্থীদের ছেলে শিক্ষকরা গান শেখাতে পারবে না।
উল্লেখ্য, এর আগে আফগানিস্তানে তালিবানদের শাসনামলে এভাবে কিশোরী মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার ব্যাপারে নিয়ম জারি ছিল। সে আমলে গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তবে তালিবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ সেই আমলের কথা মনে করিয়ে দিচ্ছে। যদিও তালিবানরা মনে করে প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া ইসলাম বিরুদ্ধ কাজ।
তবে গতকাল বুধবার এই নির্দেশ জারি হওয়ার পরে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি।
এদিকে আফগান প্রশাসন এ বিষয়ে জানিয়েছে, অভিভাবকদের অনুরোধেই এই নিয়ম জারি করা হয়েছে। অনেক দিন ধরেই দেশের বড় অংশের অভিভাবকরা বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। তারই জেরে এই নিয়ম তৈরি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct