রফিকুল হাসান, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের অন্যতম ইমাম নেতা তথা পানিগোবরা দরবার শরীফের পীরজাদা মাওলানা হাসানুজ্জামান। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় অন্যতম তীর্থস্থান ফুরফুরা শরীফ সহ গোটা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানোন্নয়নে আশানুরূপ উন্নয়ন হয়নি এবং এই বিধানসভা নির্বাচনে তৃণমূল যোগ্য মুসলিম প্রার্থী দেয়নি। এই সমস্ত অভিযোগ তুলে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তরুণ পীরজাদা মাওলানা হাসানুজ্জামান। তিনি জানান, বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের তৃণমূল সরকারের উপর আস্থা রেখেছিলেন। কিন্তু তাতে ছাই ফেলে দিয়েছেন রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার। সম্প্রতি তৃণমূল সরকার বিধানসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে যোগ্য শিক্ষিত মুসলিমদের ব্রাত্য করা হয়েছে। এমনটাই মনে করেন তরুণ পীরজাদা। তার জিজ্ঞাসা, মাত্র 42 জন মুসলিমকে কেন তৃণমূল প্রার্থী করল? যাদেরকে প্রার্থী করল তাদের মধ্যে থেকে কেন শিক্ষিত যুব সম্প্রদায়কে তুলে আনা হলো না। এমনই প্রশ্ন পীরজাদা হাসানুজ্জামানের।
বলাবাহুল্য পীরজাদা মাওলানা হাসানুজ্জামান উত্তর 24 পরগনার বসিরহাটের পানিগোবরা দরবার শরীফের পীরজাদা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড কর্তৃক উত্তর 24 পরগনা জেলার ইমাম হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়া বিধায়ক হাজী নুরুল ইসলামের হাত ধরে উত্তর 24 পরগনা তৃণমূল সংখ্যালঘু সেল ও বসিরহাট 2 ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের একজন দায়িত্বশীল নেতাও বটে। শুধু তাই নয় বসিরহাট লোকসভার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এই নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তরুণ পীরজাদা মাওলানা হাসানুজ্জামান। তার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ, বিধায়কের টিকিট না পেয়ে হয়তো তিনি এবার বেসুরো। শুধু তাই নয় সদ্য সমাপ্ত ফুরফুরা শরীফের ঐতিহাসিক ঈসালে সওয়াবে রাজ্য সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায়, গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকার যেভাবে সচেষ্ট হন। সত্যি আমাদের খুব ভালো লাগে। তীর্থ যাত্রীদের জন্য এটা হওয়া দরকার। কিন্তু দুঃখ লাগে ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই যে ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়, তাতে রাজ্য সরকারের সদর্থক কোন ভূমিকা থাকে না। আর এই নিয়েই ক্ষুব্দ পীরজাদা মাওলানা হাসানুজ্জামান। শুধু ফুরফুরা শরীফ নয় গোটা সংখ্যালঘু সমাজের কি উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শ্বেত পত্র প্রকাশ করে রাজ্যের মানুষকে জানাক, এমনটাই দাবি পীরজাদা হাসানুজ্জামানের।
সূত্রের খবর পীরজাদা হাসানুজ্জামান নাকি আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত আইএসএফ দলে খুব শীঘ্রই নাম লেখাতে চলেছেন। শুধু তাই নয় বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেস সমর্থিত আইএসএফ দলের প্রার্থী হতে পারেন। তবে এব্যাপারে আইএসএফের পক্ষ থেকে কিছু জানা যায় নি। এ ব্যাপারে পীরজাদা হাসানুজ্জামান বলেন, তেমনটা ঠিক নয়। ন্যায়ের জন্য আমি এসব কথা বলেছি। তবে আব্বাস সিদ্দিকীর দলে যাবো কি না, সেটা আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct