কুতুবউদ্দিন মোল্লা, মথুরাপুর: আগামী বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখতে এককাট্টাও হল ব্লক ইমামরা। মঙ্গলবার সকালে জেলা ইমামের উদ্যোগে ৩০ টা ব্লকের ২৫ জন ব্লক ইমামকে নিয়ে ভাষা ১৪ নং এর ১ নম্বর পুরাতন মসজিদে প্রস্তুতি সভা করা হয়। সেই সভায় জেলা ইমাম সভাপতি মাওলানা মোঃ জিয়াউল হক আমতোয়ালি জানান, বর্তমানে সাম্প্রদায়িক বিজেপি দেশের ক্ষমতায়। বিধানসভা নির্বাচনে তারা রাজ্যে মাথাচাড়া দিয়েছে। এই মুহূর্তে আমাদের মুসলিম সমাজের ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর বিপদের কারণ। তাই বিজেপিকে রুখতে আমরা তৃণমূল কংগ্রেসের পাশে। কারণ এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রতিহত করতে সক্ষম। উপস্থিত ছিলেন ইমাম ব্লক হাজী আহমেদ আলি ওরসী, ব্লক ইমাম আব্দুল হাকিম প্রমূখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct