রাজু আনসারী, অরঙ্গাবাদ: মুর্শিদাবাদের সুতিতে মঙ্গলবার বিকেলে মহেন্দ্রপুরে এলাকায় প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সভায় কার্যত ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পোষন করেন খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম।কর্মীদের সামনে তুলে ধরলেন মান অভিমানের কথা।
মইদুল ইসলাম বলেন তৃণমূল কংগ্রেসের পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন বর্তমান সুতি বিধানসভার তৃণমূলের প্রার্থী। এলাকাকে অরাজকতায় ভরে রেখেছেন। দলে পরিবারতন্ত্র কায়েম করেছেন। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি একাধিক দূর নীতি মূলক। বারবার তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে বলেও কনো কাজ হয়নি। এতবার বলার পরেও দল তাকে প্রার্থী করায় বাধ্য হয়েই তৃণমূল প্রার্থী ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ পোষন করে তৃণমূল ছাড়লেন।
এদিন মইদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি ওবায়দুর রহমান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উমরাপুর পঞ্চায়েতের সদস্য আনিকুল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীরা। তৃণমূল ছেড়ে এবার কোন দলে যাবেন মইদুল ইসলাম? যদিও অন্য দলে যোগদানের জল্পনা জিইয়ে রেখে কংগ্রেসকেই ফার্স্ট চয়েস বলে সাফ জানালেন মইদুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct