আপনজন ডেস্ক: রযমান মাস এলেই দেখা অনেক সময় ঘটা করে ইফতার পার্টি হচ্ছে। কিন্তু এখন করোনা আবহের কারণে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা জারি করল আরব আমিরতা সরকার। উল্লেখ্য, আগামী এপ্রিলের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে পবিত্র রমযান মাস। মুসলিমরা এই সময় উপবাস করে থাকেন। করোনা মহামারির বিস্তার রোধে দুবাইয়ের পর এবার আমিরাতের শারজাতেও পবিত্র রমযান মাসে ইফতার পার্টি নিষিদ্ধ করেছে আমিরাত সরকার।
আমিরাতের জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল (ইসিডিএমটি) পক্ষ থেকে করোনা মহামারি সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমিরাতে স্বভাবত অন্যান্য দেশের তুলনায় জাঁকজমক ভাবেই ইফতারের আয়োজন করা হয়। যেন কোনভাবেই ইফতারে জনসমাগম না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তার অংশ হিসেবে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ইফতার তাঁবু উৎসব নিষিদ্ধ করা হয়েছে। ভোজসভার আয়োজন, মসজিদ ও বাড়িতে, রেস্টুরেন্ট বা জনসমাগমে ইফতার-সামগ্রী বিতরণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইফতার-সামগ্রীতে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন প্রচারেও বিধি-নিষেধ আরোপ করা হয়। শুধুমাত্র আমিরাত সরকার অনুমোদিত দাতব্য সংস্থাকে বিধিমালা অনুসরণ করে ফ্রি খাবার বিতরণের অনুমোদন দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct