সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বেসুরো হতে দেখা গিয়ে ছিল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাইজার আহমেদও। কাইজার ভাঙড় ১এ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। ভাঙড়ের তৃণমূল প্রার্থী ডাঃ রেজাউল করিমের হয়ে ভোট ময়দানে লড়বেন কিনা আগামী দুদিনের মধ্যে জানাবেন কাইজার। উল্লেখ্য মঙ্গলবার দীর্ঘ নয় মাস পর ভাঙড়ের বাড়ীতে ফেরেন কাইজার। এদিন সকাল দশটায় বাসন্তী হাইওয়ের ধারে ঘটকপুকুরে দলীয় কার্যালয়ে আসতেই অনুগামীদের পুস্পবৃষ্টিতে ভেজেন তিনি। তাঁকে মিষ্টি মুখ করান কর্মী-সমর্থকেরা।
ভাঙড় ১এ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বাদল মোল্লা ও শ্রমিক সংগঠনের সভাপতি আয়নাল মোল্লা নয় মাস আগে ঘটকপুকুরে বোমার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনায় নাম জড়ায় কাইজার আহমেদের। জেলে যেতে না হলেও আদালতের নির্দেশে কাইজার এতদিন ভাঙড়ের বাইরে ছিলেন।
এদিন ভাঙড়ে ফিরে কার্যত দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কাইজার। এদিন তিনি বলেন, “ একটি বোমা হামলার ঘটনায় দলের একটা অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যে কারণে আমাকে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছে। ফিরহাদ হাকিম, সুভাষীস চক্রবর্তী ও স ওকাত মোল্লা ব্যাক্তিগত ভাবে আমাকে সাহায্য না করলে জেলেই যেতে হতো। তবে দলীয় ভাবে সেভাবে সাহায্য মেলেনি। দলের বহিরাগত প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামব কিনা কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করে জানাবো।” পুলিশের বিরুদ্ধেও তিনি ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তিনি বলেন, “ পুলিশ এখানে সাট্টা চালাতে চেয়েছিল।” আমি বাধা হয়ে দাড়ানোয়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct