মঞ্জুর মোল্লা, নদিয়া: প্রথম কৃষ্ণনগরে এলেন তৃণমূল বিধায়ক পদপ্রার্থী রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বরাদ্দ বেশকিছু বছর যাবৎ বহিরাগতর শাসন মেনে নিতে পারছেন না দলীয় কর্মী সমর্থকদের একটি বড় অংশ। গত ২০১৬ সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের অসীম সাহা কে পরাজিত করে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচিত বিধায়ক হন কলকাতা নিবাসী অবনী মোহন জোয়ারদার। শারীরিক অসুস্থতার কারণে, বেশিরভাগ সময়ই তিনি তার কেন্দ্রে উপস্থিত হতে পারতেন না বিভিন্ন দলীয় বা সরকারি কর্মসূচিতে। এবারে আবারো রুপালি পর্দার কৌশানী মুখোপাধ্যায়! তৃণমূলের প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি মঙ্গলবার প্রথম পৌঁছালেন কৃষ্ণনগর। দলীয় কর্মী সমর্থকদের একটা বড় অংশকে না দেখা গেলেও কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ চৌধুরীকে বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে কৌশানীর সাথে আগামী কাল থেকে শুরু হওয়া প্রচার,নির্বাচনী বিভিন্ন কর্মসূচির, এবং তার বাসস্থানের বিষয়ে আলোচনারত অবস্থায় দেখা গেল। এদিন তিনি সাংবাদিক বেঠকও করেন। বাড়িতে দলীয় কর্মীদের সাথে প্রাথমিক আলাপ সেরে ফেলবেন তিনি, এমনটাই জানা যায় দলীয় সূত্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct